
ইফতারের মেন্যুতে ছিল খেজুর, পেঁয়াজি, বেগুনি, ছোলা, মুড়ি, জিলাপি, ফল, শরবত, পায়েস, ভাত, মাংস ও ডিম। সাহ্রির জন্য পরিবেশিত হয় পোলাও, মাংস, ডিম, ডাল ও সালাদ। বন্ধুসভার এই আয়োজন বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের এক সন্ধ্যার জন্য হলেও আনন্দ ও ভালোবাসার সময় কাটানোর সুযোগ করে দেয়।