
নিজস্ব প্রতিনিধি:

বরিশালের বন্দর থানাধীন সাহেবের হাট এলাকার ২ নং ওয়ার্ড চন্দ্র মোহন এ দুই ভাইকে মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত ও ছিনতাই এর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। এ সময় সাথে থাকা নগদ ১০ হাজার ৮ শত টাকা ছিনতাই করে নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতরা হল ওই গ্রামের বাসিন্দা মৃত শাহজাহান হাওলাদার এর ছেলে জাহিদুল হাওলাদার(৩০) ও কামাল হাওলাদার(৩৭)। বর্তমানে তারা মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, জাহিদুল ও কালাম দীর্ঘদিন যাবত ইট ভাটায় কাজ করে। ঘটনার দিন তারা গাড়িতে করে কিছু মালামাল বেলতলা উচ্চ গ্রামে নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি গাড়িকে সাইট দিতে বলে। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে ছিনতাই এর উদ্দেশ্যে মুন্না ঢালি, মুন ঢালি, কবির সহ অজ্ঞাত ৫/৭ জন সন্ত্রাসীরা এ হামলা করে। এ সময় ছিনতাই করে ও বেধড়ক পিছিয়ে রক্তাক্ত জখম করে। তারা এলাকায় চাঁদাবাজি ছিনতাই সহ নানান ধরনের দীর্ঘদিন যাবত অপকর্ম করে আসছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য শেবাচিমে
ভর্তি করে। মারধর করেও ক্ষ্যান্ত হয়নি বিভিন্ন মাধ্যমে হুমকি ও মিথ্যা মামলা দেয়ার পাঁয়তারা চালাচ্ছে। প্রশাসন ও সরকার প্রধানের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।
The post বরিশালের চন্দ্রমোহনে ২ ভাইকে মারধর, ছিনতাই appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.