বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫ খ্রি.) পবিত্র মাহে রমজান উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড), পুলিশ লাইনস্, ময়মনসিংহে জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, জনাব ড. মোঃ আশরাফুর রহমান। উক্ত আয়োজনে ইফতারের পূর্বে দেশের সমৃদ্ধি এবং জনগণের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
এসময় ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম মহোদয়ের আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস, পরিচালক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, মোঃ মোখলেছুর রহমান, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ, মোঃ আবু বকর সিদ্দীক, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ, মুফিদুল আলম, জেলা প্রশাসক, ময়মনসিংহ, নয়মুল হাসান, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক, র্যাব-১৪, ময়মনসিংহ, মোহাম্মদ জহিরুল ইসলাম, বিপিএম, পুলিশ সুপার (অপারেশনস্) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার (পিবিআই) ময়মনসিংহ, ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, সিভিল সার্জন, ময়মনসিংহ, মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, ময়মনসিংহ, মোঃ খালেকুজ্জামান, অতিরিক্ত পরিচালক, বিভাগীয় এনএসআই, ময়মনসিংহ, ড. সুলতানা কানিজ আয়শা, যুগ্ম-পরিচালক, জেলা এনএসআই, ময়মনসিংহ, মোঃ ছাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক (ময়মনসিংহ প্রেসক্লাব) সহ ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।