
গোল করার পর শূন্যে লাফিয়ে দুই হাত উপরে উঠিয়ে একসঙ্গে করে মুখে ‘সিউ’ শব্দ করে উদযাপনের প্রবর্তক ক্রিস্টিয়ানো রোনালদো। অনেকেই তার এই গোল উদযাপন অনুকরণ করেন। কেউ তার এই ভঙ্গিতে গোল করার আনন্দে ভাসছেন, দেখে ভালোই লাগে পর্তুগিজ উইঙ্গারের। কিন্তু বৃহস্পতিবার রাতে রাসমুস হয়লুন্দের ‘সিউ’ উদযাপন হয়তো তার হৃদয় এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে। ডেনমার্ক স্ট্রাইকার বেঞ্চ থেকে উঠে এসে একমাত্র… বিস্তারিত