
বিস্ফোরক দ্রব্য আইন মামলায় এজাহারনামীয় আসামী তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মহিদুল শেখ (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ)আদালতের মাধ্যমে তাকে খুলনা জেলা কারাগারে পাঠিয়েছে তেরখাদা থানা পুলিশ।
এর আগে উপজেলার লস্করপুর গ্রামের বাড়ি থেকে মহিদুলকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মহিদুল শেখ উপজেলার লস্করপুর এলাকার মো: সালামের পুত্র।
তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এইচ
The post তেরখাদায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.