
দুই বছর ধরে অজেয় থাকার মর্যাদা হারাতে বসেছিল স্পেন। ইনজুরি টাইমে মিকেল মেরিনো দলকে উদ্ধার করলেন। ১০ জনের নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছে স্পেন। ডাচদের মাটিতে দুই গোল করে নিঃসন্দেহে এই লড়াইয়ে এগিয়ে থাকলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ক্লাব আর্সেনালে মেকশিফট স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা মেরিনো দেশের হয়েও গোলমুখের সামনে নিজেকে প্রমাণ… বিস্তারিত