
ভারত র্যাংকিংয়ে এগিয়ে, দল হিসেবেও শক্তিশালী। সর্বশেষ তাদের বিপক্ষে ২২ বছরে জয় পায়নি বাংলাদেশ। তবুও এবার জামালদের নিয়ে তাদের আলাদা করে ভাবতে হচ্ছে। তার কারণ নিজেদের অফফর্ম, পাশাপাশি রয়েছে লাল-সবুজের শিবিরে আসা নতুন মুখ হামজা দেওয়ান চৌধুরীও। তাই দীর্ঘ দিন পরে জয়ের মুখ দেখলেও বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে বেশ সতর্ক ভারতীয় স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ।
টানা ছয় ম্যাচ ধরে হারছিল ভারত। এর… বিস্তারিত