
চীনের নানজিংয়ে চলছে বিশ্ব অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপ। সেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি স্প্রিন্টার জহির রায়হান। ৪০০ মিটার ইভেন্টের তৃতীয় হিটে ছয়জনের মধ্যে সবার শেষে থেকে দৌড় শেষ করেছেন তিনি। ফলে হিট থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশের এই অ্যাথলেটকে।
পাঁচ হিট মিলিয়ে নাম ছিল মোট ২৯ জন অ্যাথলেটের। এর মধ্যে তিনজন অংশ নিতে পারেননি। ২৬ জনের মধ্যে ২৫তম হন জহির। দৌড় শেষ করেন ৪৯.৮৪ সেকেন্ডে।… বিস্তারিত