
ঈদের আগে বেড়েছে রেমিট্যান্সের প্রবাহ। চলতি মাসের ১৯ দিনে প্রবাসীরা ২২৫ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৭ হাজার ৪৭৪ কোটি টাকার বেশি।
বাংলাদেশের ব্যাংকের একটি সূত্র জানায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর চলতি ২০২৪-২৫ অর্থবছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স আসে। গেল ফেব্র“য়ারিতে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২৫৩ কোটি ডলার।
অর্থপাচার ও কারবারিদের দৌরাত্ম্যও কমে আসার পাশাপাশি খোলাবাজারের মতোই ব্যাংকে রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাওয়ায় প্রবাসীরা বৈধপথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশে ব্যাংকের কর্মকর্তরা।
The post ঈদের আগেই রেমিট্যান্সে সুবাতাস appeared first on Ctg Times.