

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রীজ স্টেশনে বাস চাপায় এক মোটরসাইকেল চালক নিহত এবং আরোহী আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার দুপুর ১২টায় মোরল এক্সপ্রেস পরিবহন ও মোটরসাইকেল সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মোঃ সজিব (২৩) বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ঝরজরিয়াতলার আব্দুল মান্নানের ছেলে। আহত শ্রী আনন্দ (৩৫) বরগুনা জেলার বামনা উপজেলার মনোরন্দ সিকদারের ছেলে। তিনি মোটরসাইকেলটির আরোহী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশাল গামী মোরল এক্সপ্রেস পরিবহণ ( ঢাকা মেট্র-ব ১২৩২৭৪) নামের একটি বাস বেপরোয়া গতিতে বাবুগঞ্জের রহমতপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় মোঃ সজিব ও শ্রী আনন্দ একই মোটরসাইকেলে( মটর সাইকেলে নং- বরিশাল মেট্র-ল ১২৬০৯২) মীরগঞ্জ সড়ক থেকে বরিশাল মহসড়কে ওঠে। এসময় পেছন থেকে মোরল এক্যপ্রেস পরিবহণের যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল দুইজন গুরুতর আহত হন। গুরুতর দুজনকে স্থানীয়া উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে মোঃ সজিবকে মৃত ঘোষণা করা হয়। পরিবহনের ড্রাইভার ঘটস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পরিবহন ও মোটরসাইকেল টি পুলিশ উদ্ধার করে এয়ারপোর্ট থানায় নিয়ে যায়।
The post বাবুগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.