খুলনার ব্যক্তি মালিকানাধীন সকল জুট মিল চালু ও বন্ধকৃত মিলের শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের ঈদের আগে সকল পাওনা, এককালীন পাওনা পরিশোধের দাবিসহ ৭ দফা দাবিতে মশার মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় খানজাহান আলী থানাধীন শিরোমণি খুলনা-যশোর মহাসড়কে এ মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ব্যক্তি মালিকানাধীন পাট সুতা, বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশন এ মশাল মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।
মশাল মিছিল পূর্ব প্রতিবাদ সভায় বক্তৃতা খান জাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, ব্যক্তি মালিকানাধীন পাট সূতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসূল খান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ তারেকসহ ফেডারেশনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শ্রমিক পরিচালকের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন আগামী ২৪, ২৫ মার্চের মধ্যে শ্রমিকদের দাবি মেনে না নিলে ২৭ মার্চ সকাল ১০টা থেকে শিরোমনি শহীদ মিনারের সামনে খুলনা-যশোর মহাসড়কের সামনে রাজপথ ও রেলপথ অবরোধ করা হবে।
খুলনা গেজেট/এএজে
The post ঈদের আগে বেসরকারি পাটকল শ্রমিকদের বকেয়া পাওনার দাবিতে মশাল মিছিল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024