
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংগঠনটির ১৮১ নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।
৪ আগস্ট বগুড়ায় ছাত্র-জনতার মিছিলে হামলা চালিয়ে মারধর, পেট্রলবোমা ও ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণসহ গুলি ছুড়ে আহত করে হত্যাচেষ্টার অভিযোগে এই মামলা করা হয়।
১৬ মার্চ রাতে বগুড়া সদর থানায় এই মামলা করেন বগুড়ার গাবতলী উপজেলার দোয়ারপাড়ার ইউসুফের ছেলে জাকিরুল ইসলাম। ওইদিন মামলা হলেও পুলিশ বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, সাবেক এমপি জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং জাতীয় পার্টির নেতাকর্মীসহ ১৮১ জনের নাম উল্লেখ করে বগুড়ার সদর থানায় এই মামলা রেকর্ড করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২শ থেকে আড়াইশ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ আগস্ট দুপুর ১২টার দিকে দেশব্যাপী বৈষম্যবিরোধী শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতা ও এজাহারকারী জাকিরুলসহ অন্য মিছিলকারীরা মিছিল নিয়ে সাতমাথায় যাওয়ার সময় মিছিলটি বগুড়া শহরের জলেশ্বরীতলায় ইয়াকুবিয়া স্কুলের মোড়ে পৌঁছলে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে আসামিরা মিছিলের ওপর হামলা চালায়।
এসময় আসামিরা মিছিলকারীদের হত্যার উদ্দেশ্যে মারধর, পেট্রলবোমা ও ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণসহ গুলি ছোড়ে। ছররা গুলিতে এজাহারকারী জাকিরুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাগে ও মিছিলকারীরা আহত হন। আহত জাকিরুল স্থানীয় ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করেন এবং চিকিৎসা শেষে ওই আসামিদের বিরুদ্ধে গত ১৬ মার্চ বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করলে থানায় এই মামলা রেকর্ড করা হয়।
The post বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১৮১ জনের নামে হত্যাচেষ্টা মামলা appeared first on সোনালী সংবাদ.