
কাউখালী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালি উপজেলায় উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়ার বাধায় পণ্ড হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে কাউখালী উত্তর বাজারে অভিযান পরিচালনার সময় বদরুদ্দোজা মিয়া ভোক্তা অধিকারের কার্যক্রমে বাধা দেয়। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা তার সাথে যোগ দেয়। পরবর্তীতে কোনো ধরনের কার্যক্রম না করেই ঘটনাস্থল ত্যাগ করে সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, দুপুরে তারা কাউখালী উত্তর বাজারে অভিযান পরিচালনা করার সময় তাদের উপস্থিতি টের পেয়ে সাতক্ষীরা ঘোষ ডেয়ারী এর মালিক বাসুদেব দোকান বন্ধ করে ঘটনাস্থল থেকে চলে যায়। ভোক্তাদের অধিকার হরণ করার অপরাধে এর আগেও তাকে একাধিকবার জরিমানা করা হয়েছিল।
তিনি আরও জানান, তারা দোকানটি খোলার চেষ্টা করলে, বদরুদ্দোজা তাদেরকে বাধা দেয় এবং অশালীন ভাষায় কথা বলতে শুরু করে। এরপর স্থানীয় ব্যবসায়ীদের জড়ো করে সেখানে কোন ধরণের কার্যক্রম করতে বাধা দেয় সে।
ভোক্তা অধিকারের লোকজনকে বাধা দেয়ার বিষয়টি স্বীকার করেছেন বিএনপি নেতা বদরুদ্দোজা। তিনি বলেন, অন্যায়ভাবে বাসুদেবের দোকান ঘরের তালা ভাঙার চেষ্টা করেছিল ভোক্তা অধিকারের লোকজন। তাই স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে তিনি বিষয়টি প্রতিহত করেছেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। তিনি জানান, ব্যবসায়ী ও ভোক্তা অধিকার সংরক্ষণ এর লোকজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে ব্যবসায়ী নেতাদের সাথে
কথা বলে এটি সমাধান করা হয়েছে।
The post কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে বিএনপি নেতার বাধা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.