
গত বুধবার(১৯ মার্চ) দিওড় ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ কালে দায়িত্বরত ট্যাগ অফিসার সমবায় কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা ও সরকারি কাজে বাঁধা প্রদান করায় সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসান বিরামপুর থানায় একটি মামলার দায়ের করেন। উক্ত মামলার ৩ নম্বর আসামি রাকিবকে আজ শুক্রবার পৌরশহরের মাইক্রোস্টান্ড থেকে গ্রেফতার করা হয়েছে।সে পেশায় একজন মাইক্রো চালক।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, সরকারি কাজে বাঁধা প্রদান মামলার ৩ নম্বর আসামি রাকিবকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল আদালতে পাঠানো হবে।