স্টাফ রিপোর্টার: সপ্তাহ ব্যবধানে রাজশাহী নগরীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে সবজি। তবে সপ্তাহ ব্যবধানে মুরগির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সব ধরনের মুরগির দাম কেজিতে ২০ থেকে ৬০ টাকা বেড়েছে। এসব বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ।
শুক্রবার সাহেববাজার, শালবাগান বাজার, লক্ষ্মীপুর কাঁচাবাজার কোট বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র। নগরীর এসব বাজার ঘুরে দেখা গেছে, শীত ও গ্রীষ্মকালীন সব ধরনের সবজি আগের সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে।
এসব বাজারে সিম ৪০ থেকে ৪৫ টাকা, বড় আকারের ফুলকপি ১০ থেকে ১২ টাকা পিস, বাঁধা কপি বড় সাইজের ২৫ থেকে ৩০ টাকা পিস, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, পাকা টমেটো কেজিতে ২০ থেকে ২৫ টাকা, গাজর ২০ থেকে ২৫ টাকা, বিটরুট ৬০ কেজি, শশা ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে গ্রীষ্মকালীন সবজি বেগুন ৬০ থেকে ৬৫ টাকা, করলা ৬০ থেকে ৬৫ টাকা, পটল ৮ থেকে ৯০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা, কচুর লতি ৬০ টাকা আটি, সাজনা ১৮০ টাকা কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে লেবুর হালি ৪০ থেকে ৬০ টাকা, ধনে পাতা এক আটি ১০, বাজারগুলোতে লাল শাক ১০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, পালং শাক ১০ টাকা, কলমি শাক তিন আঁটি ২০ টাকা, পুঁই শাক ২৫ টাকা এবং।
এদিকে ঈদকে কেন্দ্র করে মুরগির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এসব বাজারে সোনালি কক মুরগি কেজিতে ২৮০ টাকা। ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং দেশি মুরগি কেজিতে ৫০০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে আলুর দাম স্থিতিশীল রয়েছে। নতুন আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে বগুড়ার লাল আলু ২০ টাকা এবং দেশি পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে আদা ১০০ টাকা, রসুন দেশি ১০০ টাকা। দেশি মশুর ডাল ১২৫ টাকা, ছোলা ১০০ টাকা, খেসারির ডাল ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
চিনি ১২০ টাকা কেজি, সোয়াবিন তেল খোলা ১৬৫, বোতল ১৭৫। এসব বাজারে মিনি কেট চাল প্রকারভেদে ৮২ থেকে ৯২ টাকা এবং নাজির শাহ ৮৪ থেকে ৯০ টাকা, স্বর্ণা ৬২ থেকে ৬৫ টাকা এবং ২৮ বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৫ টাকা দরে। অন্যদিকে চলতি সপ্তাহে মাছের বাজার স্থিতিশীল রয়েছে। এছাড়াও গরুর মাংশ প্রতিকেজি ৭৫০ টাকা ও খাশি ১১শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
The post সবজির দাম স্থিতিশীল,অস্থিরতা কাটেনি চালের দামে appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024