
উন্নত দেশসমূহে বিদ্যুৎ বা লোডশেডিংয়ের সমস্যা খুবই নগণ্য। যদিও এই ধরনের অগ্রগতি তাহারা রাতারাতি অর্জন করে নাই। ‘বিদ্যুতের সমস্যা’ তাহাদের জীবনে কখনোই ভোগান্তি বহিয়া আনে নাই, তেমনও নহে। ১৯৬৫ সালে নিউ ইয়র্ক শহর মাত্র ১৩ ঘণ্টার মতো ব্ল্যাক আউটের কবলে চলিয়া যায়। ক্ষণিকের সেই লোডশেডিং মার্কিন নাগরিকদের শিখাইয়া দিয়া গিয়াছে বহু কিছু, যাহা লইয়া পরবর্তী সময়ে সিনেমা পর্যন্ত নির্মিত হইয়াছে।
মাত্র… বিস্তারিত