
শব্দ যখন দহন করে প্রেমের মতোই দারুণশব্দ যখন আঁকতে পারে অস্তাচলে অরুণশব্দ যখন বৃষ্টি নামায় আমার বুকের গহিনশব্দ যখন আকুল বাজায় তোমার মনের বীণতোমার ঠোঁটে ছোঁয়াই তখন তর্জনীটি আরআমার বুকে ঝড় আনে সেই আপন-মানা হার!শব্দ যখন সব নিয়ে মোর হারায় সুদূর পারশব্দ যখন ওষ্ঠে ভাসায় নিঠুর তিরস্কারশব্দ যখন আদর মাখে নদীর জলের আরশব্দ যখন উথালপাথাল ছায়ার স্বপ্নদ্বারতোমায় পেয়ে হারাই তখন শব্দনদীর ডাকতোমার বুকে আমার… বিস্তারিত