
প্রকৃতি আমাদের শেখায় শূন্যতা থেকে কীভাবে সম্ভাবনার জন্ম হয়। একটি গাছ যখন সব পাতা ঝরিয়ে ফেলে, তখন সেটি মৃত বলে মনে হয়। অথচ বসন্ত এলে সেই গাছই আবার নতুন পল্লবে সেজে ওঠে। নদীর পানি শুকিয়ে গেলেও বর্ষায় তা আবার পূর্ণ হয়। ঠিক তেমনি, জীবনের কোনো এক অধ্যায় ফুরিয়ে গেলেও তার মানে এই নয় যে পথ শেষ; বরং নতুন কিছু আসছে, যা হয়তো আরও সুন্দর হবে।