
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদ মৌসুমে যাত্রীর চাপ সামাল দিতে প্রস্তুত বিআইডাব্লিউটিসি। সার্বক্ষনিক যানবাহন পরিবহনে ১৭টি ফেরি ও যাত্রীদের জন্য রয়েছে ২০টি লঞ্চ। চুরি-ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ রুট দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ। প্রতিদিন শত শত যানবাহন এই রুটে যাতায়াত করে। ঈদ এলে যাত্রী ও যানবাহন বেড়ে যায় বহুগুণ। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ে যাত্রীদের দুর্ভোগ।
এসব বিষয় মাথায় রেখেই ঈদযাত্রার প্রস্তুতি নিচ্ছে বিআইডাব্লিউটিসি। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের তিনটি ঘাট দিয়ে ১৭টি ফেরি সার্বক্ষণিক চলাচল করবে। যাত্রী পারাপারে থাকছে ২০টি লঞ্চ। পচনশীল ও জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া অন্যান্য পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার বন্ধ রাখা হবে এক সপ্তাহ।
ঈদ যাত্রা নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি), মো. রাকিবুল ইসলাম।
ঝড়ের মৌসুমের বিষয়টি মাথায় রেখেই ঈদে নৌযান চলাচলের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসিয়ের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।
এবারের ঈদে অতীতের চাইতে আরো ভালো ভাবে মানুষ গন্তব্যে যেতে পারবে বলে আশা প্রকাশ করেন তারা।
The post ঈদযাত্রায় প্রস্তুত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট appeared first on Ctg Times.