
বাংলাদেশের কার্যকর সংবিধানে দুটি পেশাকে পেশাগতভাবে অনন্য মর্যাদা দেওয়া হয়েছে। একটি হল বিচারক আরেকটি হল সাংবাদিকতা। দুটোই মৌল অর্থে বিচার করে। সময়ের বিচারে বিচারকের চেয়ে সাংবাদিকের কাজ অনেক বেশি তাৎক্ষণিক, স্পর্শকাতর এবং সর্বব্যাপী।
একজন বিচারকের একজন অভিযুক্তকে বিচারের মাধ্যমে তথ্য প্রমান সাক্ষী শুনানি শেষে অপরাধী চূড়ান্ত ঘোষণা করতে দীর্ঘ একটি নির্দিষ্ট সময় পার করতে হয়। আইনের মূল উদ্দেশ্য হল… বিস্তারিত