
২০০৭ সালে মুক্তি পাওয়া ইমরান হাশমি অভিনীত বলিউড সিনেমা ‘আওয়ারাপান’। সিনেমাটি মুক্তির আগেই তুমুল শোরগোল ফেলে ‘তো ফির আও’ ও ‘তেরা মেরা রিশতা’ গান দুটি। ইমরানের জন্য এটি গেয়েছিলেন পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদ। এরপর ‘আশিকি ২’ ও ‘এক ভিলেন’ সিনেমাতেও গেয়েছেন তিনি। ২০০৪ সালে গঠিত রক ব্যান্ড রক্সেনের ব্যান্ড নেতা এবং প্রধান কণ্ঠশিল্পীও। এ… বিস্তারিত