
সৃজন, সংস্কৃতি, সম্প্রীতি-আমাদের পথ, পরিচয়—এই স্লোগানকে সামনে রেখে বনশ্রী ও আশেপাশের এলাকা রামপুরা, বাড্ডা, খিলগাঁও, বাসাবো, মহানগর, আফতাবনগরে বসবাসরত মিডিয়াকর্মীদের নিয়ে গঠিত হয়েছে বনশ্রী মিডিয়া সোসাইটি (বি.এম.এস)।
নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা মাসুম শাহরিয়ারকে আহবায়ক এবং অভিনয়শিল্পী, উপস্থাপক ও নির্মাতা শফিউল আলম বাবুকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহবায়ক কমিটি করে গঠিত হয়েছে এই মিডিয়া… বিস্তারিত