
অনলাইন ডেস্ক : রমজানের শেষদিকে জেলা শহরের পোশাকের দোকানগুলোতে ঈদের বেচাকেনার ধুম পড়েছে। জেলা শহরের বিভিন্ন বিপণীকেন্দ্র ঘুরে দেখা যায়, ঈদের কেনাকাটায় সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। পোশাকের বিভিন্ন শো-রুমে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ করে শহরের প্রাণকেন্দ্র সদর রোডে সাম্প্রতিককালে স্থাপিত বিভিন্ন ব্র্যান্ডের শো-রুমে ক্রেতারা বেশি ভিড় করছেন।
সদর রোডের চন্দ্রবিন্দু শো-রুম ঘুরে দেখা যায়, সেখানে বড়দের চাইতে ছোটদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। এই শো-রুমে বাচ্চাদের কাপড় কিনতে আসা মো: আশরাফুল আলম সজিব বাসসকে বলেন, ‘এখানে ছোট বাবুদের কালেকশান খুবই ভালো। সবই নতুন, আনকমন ডিজাইনের হওয়ায় ছোট্ট বাবুর জন্য চাহিদামতো পোশাক সাধ্যমতো দামে কিনতে পেরেছি।
একই দোকানে আসা ক্রেতা তহমিনা বেগম বলেন, রাজধানী ঢাকার চাইতে ভোলা শহরের দোকানগুলোতে ছোটদের পোশাকের দাম তুলনামূলক কম।
শহরের সেইলর শো-রুমে গিয়ে দেখা যায়, ক্রেতাদের কেনাকাটার হিড়িক পড়েছে। ওই শো-রুমে বড়দের হরেক রকম পোশাকের কালেকশান সকলের নজর কাড়ছে। ফলে সেখানে টিনএজ’রাই বেশি আকৃষ্ট হচ্ছে বলে জানিয়েছেন ওই শোরুম কর্তৃপক্ষ।
জানা যায়, নতুন শো-রুম উদ্বোধনের পর থেকেই তারা পোশাকের নিউ কালেকশনে সকল আইটেমের উপর বিশেষ ছাড় দিয়েছেন। তাই ঈদ বেচাকেনায় তারা ব্যাপক সাড়া পেয়েছেন এবং স্বল্পমূল্য পোশাক কিনতে পেরে ক্রেতারাও সন্তুষ্টি প্রকাশ করছেন।
মো: আবি আব্দুল্লাহ বলেন, ছেলেকে তার পছন্দের পোশাক কিনে দিলাম। দাম তুলনামূলকভাবে কম হওয়ায় সন্তানের জন্য চাহিদামাফিক পোশাক কিনতে পেরে ভালো লাগছে।
শহরের কে জাহান শপিং কমপ্লেক্সের আদি নয়ন মনি শোরুমের মালিক মাকসুদুর রহমান জানান,এবারের ঈদের বেচাকেনা এখন মোটামুটি ভালো। তবে চাঁদরাতের আগের তিনদিন সেখানে ক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে। তিনি জানান,তার দোকানে সব বয়সীদের বাহারী ডিজাইনের পোশাকের কালেকশন রয়েছে। আর মূল্য ক্রেতাদের নাগালের মধ্যেই।
এছাড়াও জেলার সাত উপজেলার মার্কেটগুলোতেও নিত্যনতুন ফ্যাশনের পোশাকের সমাহার ক্রেতাদের আকৃষ্ট করছে বলে জানান পোশাক বিক্রেতারা।
তবে জেলা বস্ত্র মালিক সমিতির সভাপতি মিলন মিয়া অভিযোগ করেন, রোজার মধ্যে জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পূণাকের বাণিজ্য মেলা চলতে থাকায় ঈদ মার্কেটে ব্যবসায়ীদের বেচাকেনা কম হচ্ছে।
এদিকে ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, ঈদ উপলক্ষে ভোলাবাসীর নিরাপত্তায় পুলিশের কয়েকটি চৌকস দল সার্বক্ষণিক টহল দিচ্ছে। মার্কেটগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র: বাসস
The post ভোলায় বিপনীকেন্দ্রগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় appeared first on সোনালী সংবাদ.