
মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাসেরও বেশি সময় ধরে স্বাস্থ্য কর্মকর্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা রোগীরা। হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে অফিসিয়াল নথিপত্রের কাজ, নতুন করে ওষুধ সরবরাহ, এমনকি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধও আটকে আছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তেন মং বদলি হয়ে বরগুনার আমতলী চলে যান। এরপর আবাসিক মেডিকেল অফিসার ডা. শাসসুল ইসলামকে ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হলেও তিনি আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। ফলে জানুয়ারি মাস থেকে এখানকার কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাচ্ছেন না।
এরপর গত ১৯ ফেব্রুয়ারি বরিশাল থেকে একজন স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ পেলেও তিনি পরদিনই অন্যত্র বদলি নেন, ফলে সংকট আরও গভীর হয়। হাসপাতালের ওষুধ সরবরাহও বন্ধ রয়েছে। যে পরিমাণ ওষুধ মজুদ আছে, তা মাত্র এক মাসের জন্য পর্যাপ্ত। এর মধ্যে যদি নতুন স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ না দেওয়া হয়, তাহলে রোগীদের আরও বড় সংকটে পড়তে হবে।
এ ছাড়া হাসপাতালের ওষুধ ক্রয়ের জন্য নির্ধারিত বাজেটের টেন্ডার প্রক্রিয়া সময়সীমার শেষ প্রান্তে পৌঁছেছে। নির্ধারিত সময়ের মধ্যে টেন্ডার না হলে এই বাজেটের টাকা অন্য খাতে চলে যাবে, যার ফলে পরবর্তী এক বছর মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট দেখা দিতে পারে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাসসুল ইসলাম বলেন, “আমি প্রশাসনিক কাজ পরিচালনা করতে পারলেও আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। নতুন স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে নতুন স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য কর্মকর্তা যোগদানের পর অন্যান্য সমস্যারও সমাধান হবে।”
তবে দ্রুত নিয়োগ না হলে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে এবং রোগীদের দুর্ভোগ কমে।
The post মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.