
শিংলয়ে নেহু বিশ্ববিদ্যালয়ের ভেতরটা বিশাল। ভেতরে ফুয়েল পাম্প রয়েছে। একাধিক মাঠ রয়েছে। পাহাড়ের মতো উঁচু-নিচু জমি। গাড়ি একদিক ভুল করলে আবার ঘুরে আসতে হয়। ফুটবল দল নেহু বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম দিনের অনুশীলন করল। প্রচণ্ড ঠান্ডা পড়ছিল। তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই ফুটবলারদের।
মাঠের গেটে পাহারা বসানো হয়েছে। ঢুকতে দেওয়া হচ্ছে না। যেসব সংবাদমাধ্যম মাঠে পৌঁছাতে দেরি করে ফেলেছে তারাও আর মাঠে প্রবেশ… বিস্তারিত