

বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহিন বিশ্বাস এর উপর সন্ত্রাসী স্টাইলে হামলা চালানো হয়েছে। শনিবার দুপুরে দেহেরগতি ইউনিয়নের রাহুৎকাঠী বন্দরে ডেকে এনে হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহত শাহিন বিশ্বাস কে প্রথমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত ছাত্রদল সভাপতি শাহিন বিশ্বাস বলেন, আমার কমিটির সাধারণ সম্পাদক এসএ টুটুল কথা বলার জন্য বাজারে ডেকে আনে। বাজারে ডেকে আমাকে জিজ্ঞেস করে ছাত্রদল নাকি দুই লাখ টাকার কাজ পেয়েছে, সেই টাকার ভাগ দে। আমি বলি এমন কোন কাজের কথা আমার জানা নেই। এসময় টুটুল আমার মুখমন্ডলে হিট করে। ২য় দফায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিয়াজ ও শ্রমিকদল নেতা আরিফসহ কয়েকজন এসে আমার উপর অতর্কিত হামলা করে। এতে আমার চোখে ইঞ্জুরি ও সারা শরিরে আঘাত পাই। আমার উপর শুধু শুধু এই সন্ত্রাসী হামলার বিচার দাবী করছি। হামলার ঘটনায় আহত শাহিন বিশ্বাস এর খোঁজ খবর নিতে ছুটে আসে উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহম্মেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহবায়ক এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, জেলা ছাত্রদল সহ সভাপতি সবুজ আকনসহ সিনিয়র নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইয়াসির আরাফাত বলেন, দেশ নায়ক তারেক রহমান এর নির্দেশনা রয়েছে ছাত্রদলের মধ্যে কোন সন্ত্রাস ও চাঁদাবাজ থাকতে পারবে না। দেহেরগতির ঘটনা আমি শুনেছি। ঘটনার বিষয়ে জেলা ও কেন্দ্রে জানানো হবে। ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
The post বাবুগঞ্জে ইউনিয়ন ছাত্রদল সভাপতি’র উপর দুই দফায় হামলা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.