
সাকিব আল হাসান ও বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ক্রিকেট মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন সময়ে নানা বিতর্কে জড়ানো সাকিব এবারও সমালোচনার মুখে পড়েছেন। পবিত্র রমজান মাসে ইফতারের ঠিক আগে তার ফেসবুক পেজে অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন পোস্ট করা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।
শনিবার (২২ মার্চ) বাংলাদেশে ইফতারের সময়ের কিছুক্ষণ আগে সাকিবের অফিসিয়াল ফেসবুক পেজে ‘ওয়ান-এক্সবেট’ নামের একটি জুয়ার কোম্পানির বিজ্ঞাপন পোস্ট করা হয়। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, দেশের আইন যেখানে যেকোনো ধরনের জুয়া ও অনলাইন বেটিং নিষিদ্ধ করেছে, সেখানে সাকিব কীভাবে এমন বিজ্ঞাপন প্রচার করতে পারেন?
এর আগেও জুয়ার সঙ্গে সাকিবের সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল। ২০২২ সালে তিনি ‘বেট উইনার নিউজ’ নামক এক বেটিং পোর্টালের শুভেচ্ছাদূত হন। তখনও ব্যাপক সমালোচনা হয় এবং শেষ পর্যন্ত বিসিবির চাপে তিনি ওই চুক্তি বাতিল করেন। এছাড়া, একসময় জুয়াড়িদের কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় আইসিসি থেকে নিষিদ্ধও হয়েছিলেন এই তারকা অলরাউন্ডার।
তবে এবারের বিষয়টি কিছুটা ভিন্ন। সাম্প্রতিক সময়ে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে একটি হত্যাচেষ্টা মামলা এবং একটি চেক প্রতারণার মামলা রয়েছে। এসব মামলার কারণে তিনি গত কয়েক মাস বাংলাদেশে ফেরেননি। বর্তমানে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও নেই তিনি।
বাংলাদেশের আইনে প্রকাশ্যে জুয়া-সম্পর্কিত কার্যক্রম নিষিদ্ধ হলেও, দেশের বাইরে অবস্থান করার কারণে সাকিবের জন্য এটি আইনগতভাবে বাধা হতে পারে কি না, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে যেহেতু তার বিশাল ভক্ত-সমর্থকগোষ্ঠী বাংলাদেশেই, তাই এ ধরনের প্রচারণা নৈতিকভাবেও অনেকে মেনে নিতে পারছেন না।
এখন পর্যন্ত এ বিষয়ে সাকিবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এটি যে তার ক্যারিয়ারের আরেকটি বড় বিতর্ক তৈরি করেছে, তা বলাই যায়।
The post ইফতারের আগ মুহূর্তে জুয়ার বিজ্ঞাপন পোস্ট করে বিতর্কে জড়ালেন সাকিব appeared first on Bangladesher Khela.