
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) জিউধারা স্টেশনের কলমতেজী ক্যাম্পের টেপারবিলে লাগা আগুন এখনও জ্বলছে। তবে রাতেও আগুন নেভানোর কাজ করছে বন বিভাগ। এদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা পাইপ লাইন টেনে রবিবার (২৩ মার্চ) সকাল থেকে পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করবেন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) কাজী নুরুল করিম জানান, বনের ৩ থেকে ৪ একর এলাকার লতাপাতা-গুল্মে আগুন… বিস্তারিত