মানববন্ধনে গৌরীপুর উপজেলা সহ ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে সাংবাদিকরা উপস্থিত হন এবং হামলাকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ জানায়। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এই ধরনের ঘটনার মাধ্যমে সাংবাদিক সমাজকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ।
হামলার শিকার সাংবাদিক মনজুরুল ইসলাম মানববন্ধনে উপস্থিত সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “গৌরীপুরের সকল সাংবাদিক ভাই-বোনেদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা জানাই। তাদের সহযোগিতায় আমি শক্তি পেয়েছি। আশা করি, সাংবাদিকদের উপর হামলা বন্ধ হবে এবং তারা সুরক্ষিতভাবে কাজ করতে পারবেন।”
এছাড়া, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ মানববন্ধনে গৌরীপুরের বিভিন্ন সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন।
এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।