যশোরে হত্যাসহ দেড় ডজন মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী জাফরকে (২৮) আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় শহরের শংকরপুর বাস টার্মিনাল থেকে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।
আটক জাফর শংকরপুরের হান্নান ওরফে তনুর ছেলে।
ডিবি পুলিশের ওসি মনজুরুল হক ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরে জাফর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেল। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত মোট ১৮টি মামলা রয়েছে। এছাড়া তার নামে চারটি গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
ডিবি ওসি আরো জানান, এসব মামলায় জাফরকে আটক দেখিয়ে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
খুলনা গেজেট/এএজে
The post যশোরে হত্যাসহ দেড় ডজন মামলার আসামি জাফর আটক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024