
মির্জাপুরে গোড়াই সখীপুর-রোডের পাঁচগাঁও এলাকায় বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সামনে গরু ব্যবসায়ীদের গুলি করে দুই ব্যাগ ভর্তি প্রায় ৮০ লাখ টাকা ফিল্মি স্টাইলে ছিনতাই হয়েছে। শনিবার ইফতারের সময় এ ঘটনা ঘটে। ছিনতাইকারী চক্রের মারধরে আহতরা হলেন গরু ব্যবসায়ী রাজশাহীর বিন্দারামপুর এলাকার পিয়ারুল ইসলাম, মো. জেবেল হোসেন, লিটন মিয়া ও মনিরুল ইসলাম।
গরু ব্যবসায়ী পিয়ারুল ইসলাম জানান, শনিবার ছিল কাইতলা গরুর হাট।… বিস্তারিত