
উৎসবের আমেজ বিরাজ করছে চট্টগ্রামে থান কাপড় বিক্রির জন্য বিখ্যাত শত বছরের পুরোনো টেরিবাজারে। থান কাপড়ের পাইকারি বাজার হিসেবে পরিচিতি এ বাজার। শুধু থান নয়, এখন মিলছে সব ধরনের প্রয়োজনীয় কাপড়। গত এক দশকে টেরিবাজারে গড়ে উঠেছে অর্ধ শতাধিক মার্কেট। যেখানে মিলছে নারী-পুরুষ ও শিশুদের যাবতীয় পোশাক। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচা-কেনা। ক্রেতার ভিড়ে ব্যবসায়ীদের যেন এখানে দম ফেলার ফুরসত নেই। এবার… বিস্তারিত