
পূর্ব সুন্দরবনের কলমতেজির আগুন নিয়ন্ত্রণে আসতে না আসতেই বনের ধানসাগর টহল ফাঁড়ির শাপলার বিল এলাকার বনে নতুন করে আগুন দেখা দিয়েছে। রোববার (২৩ মার্চ) সকাল দশটার দিকে ড্রোন দিয়ে নতুন করে জ্বলে ওঠা আগুন দেখতে পায় বনরক্ষীরা।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস বলেন, টেপারবিলের অগ্নিকাণ্ডের স্থল থেকে উত্তর-পশ্চিম দিকে দুই কিলোমিটার… বিস্তারিত