
নগর প্রতিনিধি:

ঈদ উল ফিতরকে সামনে রেখে বরিশাল মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারীর পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটেলিয়ন সহ অতিরিক্ত প্রায় ৩শ সশস্ত্র পুলিশ নিয়োগ করা হয়েছে।
মহানগরীর সবগুলো বানিজ্যিক এলাকার বিপনি বিতান সহ নারী ও শিশু সমাগমের বানিজ্যিক এলাকাগুলোতে পোষাকধারী ১শ আর্মড পুলিশ ব্যটেলিয়ন সহ এসব ফোর্স শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে নগরীর নিরপত্তার দায়িত্বে থাকছে। পাশাপাশি মহানগরীর ৪টি থানা এলাকায় দিনরাত টহল নিশ্চিত করতে পুলিশের সহকারী কমিশনার থেকে উপ-কমিশনারবৃন্দ মাঠ পর্যায়ে তদারকি করছেন।
একইসাথে র্যাব সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছে। গোয়েন্দা নজরদারী সহ পরিপূর্ণ টহলও অব্যাহত রয়েছে।
এব্যাপারে বিএমপি’র কমিশনার মোঃ শফিকুল ইসলাম জানান, আমরা অতীতের মত আসন্ন ঈদ উল ফিতরেও নগরীর প্রতিটি মানুষের সাচ্ছন্দ চলাফেরা সহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরকির।
এলক্ষ্যে পর্যাপ্ত পুলিশ ফোর্স মাঠে রয়েছে। ইতোমধ্যে মহানগর পুলিশের সহায়ক শক্তি হিসেবে আর্মড পুলিশও মাঠে কাজ করছে। নগরবাসীর নিরাপত্তায় কোন ঘাটতি হবেনা বলেও দৃড় আশাবাদ ব্যক্ত করে তিনি গনমাধ্যম সহ সমাজের সবার সহযোগীতাও কামনা করেছেন।
এব্যাপারে র্যাব-৮’এর অধিনায়ক লেফ্টেনেন্ট কর্ণেল নাসির আহমেদ জানান, বরিশাল মহানগরী সহ পুরো দক্ষিণাঞ্চলের ১১টি জেলাতেই র্যব সক্রিয় নজরদারীর পাশপাশি গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে।
এমনকি সারা দেশ থেকে ঘরে ফেরা ও ঈদ পরবর্তি কর্মস্থলে ফেরা মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুরো দক্ষিণাঞ্চলের সবগুলো জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক গুলোতেও র্যাব’র টহল অব্যাহত থাকার কথা জানান তিনি।
The post ঈদকে সামনে রেখে বরিশালে পুলিশ ও র্যাবের অতিরিক্ত নজরদারী appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.