
খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার (অতিরিক্ত সচিব) রবিবার (২৩ মার্চ) দিঘলিয়া উপজেলার সুগন্ধি গ্রামে ৩ একর জায়গার উপর ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন দিঘলিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ পরিদর্শন করেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর এটি বাস্তবায়ন করছে। কার্যাদেশ অনুযায়ী ২০২৬ সালের মার্চে এটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা।
নির্মাণ কাজ পরিদর্শনকালে বিভাগীয় কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহান্মদ আনাছ, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি দেবাংশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীনসহ নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসই এন্ড এমএএস জেবি ‘র কর্মকর্তাবৃন্দ।
একই দিন বিভাগীয় কমিশনার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয় পরিদর্শন করেন। এবং উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় করেন।
খুলনা গেজেট/এএজে
The post দিঘলিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ কাজ পরিদর্শনে বিভাগীয় কমিশনার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.