
মাননীয় বিভাগীয় কমিশনার এবং সিটি কর্পোরেশনের প্রশাসক দৃষ্টি আকর্ষণ – এক ভোক্ত ভোগী।
সাইফুল ইসলাম(সেনিটারী ইন্সপেক্টর )এই লোকটাকে চলতি দায়িত্ব হিসেবে কোন কাজ টা দিয়েছেন অফিস কর্তৃপক্ষ |
উনার অফিস কালিবাড়ি আঞ্চলিক কার্যালয় ২ | উনার অফিসে গিয়ে দেখা গেছে উনার সুন্দর নেমপ্লেট টা আছে ওনার সাজসজ্জা সজ্জিত একটা সুন্দর রুমে চেয়ার টেবিল সুন্দর পরিপাটি গোছানো যেটা অন্যান্য বড় কর্মকর্তাদের ও নাই এখন কথা হল উনার নেমপ্লেট এবং সুন্দর রুম ঠিকই আছে কিন্তু উনি রুমে নাই কেন ? সে অফিস টাইমে কোথায় থাকে ? অফিস টাইমে সাধারণ জনগণ তাকে অফিসে পায় না কেন ?এখানে বিভিন্ন কর্মচারীর সাথে কথা বলে জানা গিয়েছে যে কাগজ পত্রে সে এই অফিসে নাম থাকলেও আসলে সে এখানে আসে না ঠিক মতন হাজিরা দেয় না আর কেউ এসে উনাকে খুঁজে পায় না, এমনকি উনাকে ফোন দিলেও সে কারো ফোন ধরে না ? আজকে স্বয়ং আমি নিজে অফিসে গিয়েছিলাম একটা কাজে পরে উনাকে না পেয়ে উনার নাম্বারে বেশ কয়েকবার ফোন দিলাম কিন্তু উনি ফোন টা রিসিভ করেন নাই ?
এখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন জেগেছে যে, যাকে এই অফিসে পাওয়া যায় না অফিস টাইমে সে তাহলে কোথায় আর কি কাজ করে বেতন পাচ্ছে ? আমরা এর সঠিক উত্তর টা চাই সাধারণ জনগণ ?
The post ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক দৃষ্টি আকর্ষণ – appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.