
ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখভাল করে থাকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বেশ কিছুদিন ধরেই ক্রিকেটারদের এই সংগঠনটির কমিটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল।
দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর আত্মগোপনে আছেন কোয়াবের সভাপতি নাঈমুর রহমান। এর মধ্যেই আজ রোববার মিরপুর শের-ই-বাংলায় মিটিংয়ে বসেছিল কোয়াব নেতৃত্ব। যেখানে আগের কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান।
নতুন করে ৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ৮ বিভাগ থেকে থাকবেন ৮ জন। আকরাম বলেন, ‘আমরা কিছু সিনিয়র খেলোয়াড় এবং কিছু বর্তমান খেলোয়াড়দের সাথে বসেছিলাম। ক্রিকেটারদের নিয়ে বসেছিলাম যেন কোয়াবকে নিয়ে একটা সুন্দরভাবে একটা কিছু করতে পারি। সেজন্য সবার মতামত নিয়েই কিছু সিদ্ধান্ত নিয়েছি। গত কমিটি যেটা ছিল ওটা আপাতত স্থগিত রেখে আবার নতুনভাবে কমিটি করা হয়েছে।’
আরও যোগ করেন, ‘আমরা হেড করেছি সেলিম শাহেদকে। আর নিয়ামুর রশিদ রাহুল আছে, মিনহাজুল আবেদিন নান্নুকে রেখেছি। হাবিবুল বাশার সুমনকে রেখেছি এবং দেবব্রত পাল আছে। এ ছাড়া বাকি আটটা ডিভিশন থেকে আটটা ক্যাপ্টেন নিয়ে একটা অ্যাডহক কমিটি করেছি। এরাই ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে কিভাবে কি করবে।’
The post কোয়াবের নতুন কমিটিতে নান্নু-বাশার appeared first on Bangladesher Khela.