
মনপুরা ((ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরা উপজেলায় জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির (ভিজিএফ) চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (২৩ মার্চ) সকালে উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। দলের নেতাকর্মী ও সমর্থকরা ভিজিএফ কার্ড না পাওয়ায় বিএনপি, জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের লোকজন এ সংঘর্ষে লিপ্ত হয়।
আহতদের মধ্যে জামায়াতে ইসলামীর সদস্য ওই ইউনিয়নের বাসিন্দা মো. নোমান, মো. মহিউদ্দিন, মো. মহিন, মো. রাশেদ, মো. আব্বাস, মো. কাউসারসহ মোট ৯ জনকে মনপুরা উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিএনপির আহতরা হলেন- মো. মামুল, মো. এরশাদ, মো. আব্বাস, মো. সহিজল, ও মো. মিল্লাদ।
জামায়াতে ইসলামী উত্তর সাকুচিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আবু সুফিয়ান জানান, গত শনিবার থেকে জেলেদের চাল বিতরণ শুরু হয়েছে। ঈদ উপলক্ষে রোববারও চাল বিতরণ করা হয়। কিন্তু আমাদের কাউকে ডাকে নাই। তাই আমরা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা প্রসাশকের কাছে আসলে বিএনপির নোমান, মোশাররফ, সামছু, ফিরোজসহ বিএনপি নেতাকর্মীরা তখন এই কাজে বাধা দিলে মারামারি হয়।
এ ব্যাপারে মনপুরা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোশারফ দালাল জানান, আমরা ঘটনা শুনে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাসিরউদ্দীন জানান, চাল বিতরণকালে আমি পরিষদের দ্বিতীয় তলায় ছিলাম। এ সময় পরিষদের বাইরে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে দেই এবং চাল বিতরণ বন্ধ করে দেয়া হয়। তবে কী নিয়ে বাইরে মারামারি হয়েছে তা জানি না। কিছুক্ষণ চাল দেয়া বন্ধ রেখে আবার চাল দেয়ার কার্যক্রম শুরু করেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, আজ মনপুরায় ভিজিএফ চাল বিতরণ চলছিল। এ সময় তাদের দলীয় সমর্থিতরা কার্ড না পাওয়া নিয়ে চরমোনাই পীর ও জামায়াতে ইসলামীর কর্মীসমর্থকরা এক হয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এতে হাতাহাতির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। তবে এ ঘটনায় কোন পক্ষ কোন অভিযোগ করেননি।
ওসি আরও জানান, বিষয়টি নিয়ে বিকেলে উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে সমঝোতা বৈঠক হওয়ার কথা রয়েছে।
The post ভোলায় চাল বিতরণ নিয়ে বিএনপি-জামায়াত ও চরমোনাই পীরের অনুসারিদের সংঘর্ষ, আহত ১৫ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.