
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো পুলিশ প্রায় ৭ লাখ ৬৯ হাজার ডলার মূল্যের হীরার দুই জোড়া কানের দুল উদ্ধার করেছে। যা একজন অভিযুক্ত চোর গিলে ফেলেছিল। দুই সপ্তাহের বেশি সময় ধরে পুলিশ ওই ব্যক্তিকে নজরদারিতে রেখেছিল।
৩২ বছর বয়সী জেইথান গিল্ডারকে ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। পুলিশের অভিযোগ, গ্রেফতারের সময় টিফানি অ্যান্ড কোম্পানির হীরার দুলগুলো গিলে ফেলে গিল্ডার। এরপর তাকে অরল্যান্ডোর একটি… বিস্তারিত