বিস্ফোরক সব ইনিংস খেলে গত আসরেই নিজেদের আলাদাভাবে পরিচয় করিয়েছিলেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের এই দুই ওপেনার গতবার যেখানে শেষ করেছিলেন এবার ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন। আসরে নিজেদের প্রথম ম্যাচেই ঝড় তোলেছেন তারা। তাদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন ইশান কিশান।
হায়দরাবাদে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০৬ রান করেছেন ইশান। এ ছাড়া ফিফটি পেয়েছেন হেড।
ইনিংসের শুরুতেই বোলারদের ওপর চড়াও হন হেড ও অভিষেক। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে চতুর্থ ওভারেই দলীয় ফিফটি স্পর্শ করে দল। ১১ বলে ২৪ রান করে অভিষেক ফিরলেও ফিফটি পেয়েছেন আরেক ওপেনার হেড।
মাত্র ২১ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তার এমন ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৯৬ রান তোলে দল। ফিফটির পর অবশ্য বেশিদূর এগোতে পারেননি হেড। তার ব্যাট থেকে ৩১ বলে এসেছে ৬৭ রান।
হেডের বিদায়ের পর নিতিশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়েন ইশান কিশান। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৭২ রান। ১৫ বলে ৩০ করে ফেরেন নিতিশ। এরপর ইশানের সঙ্গে যোগ দেন হেনরিখ ক্লাসেন। এই প্রোটিয়া করেছেন ১৪ বলে ৩৪ রান।
ক্লাসেন-রেড্ডিরা ইনিংস বড় করতে না পারলেও সেঞ্চুরি করেছেন ইশান। ৪৫ বল খেলে তিন অঙ্ক স্পর্শ করেছেন এই টপ অর্ডার ব্যাটার। শেষ পর্যন্ত ৪৭ বলে অপরাজিত ১০৬ রান করেছেন তিনি। তাতে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের সংগ্রহ পেয়েছে হায়দরাবাদ।
খুলনা গেজেট/এএজে
The post ইশানের সেঞ্চুরিতে হায়দরাবাদের ২৮৬ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024