
কেমন ছিল ৫০ বছর আগের বাংলাদেশ? ’৭১ সাল–পরবর্তী ইতিহাস কেমন ছিল, কতটুকুই-বা জানি? ‘আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম’ বইটিতে উঠে এসেছে সেই সময়কার চিত্র, যখন স্বাধীনতা–পূর্ববর্তী মানুষের আশা-প্রত্যাশা, চাওয়া-পাওয়া, স্বপ্নকে কীভাবে দুমড়ে–মুচড়ে দিয়েছিল মুক্তিযুদ্ধ–পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিরা। এখনো সেই মনোভাব শাসকশ্রেণির মধ্যে রয়েছে, সেই কথাগুলো লেখক হুমায়ুন আজাদ বইটিতে তুলে ধরেছেন।