
ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, শিশু আছিয়ার ধর্ষন ও নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করার কোন ভাষা নেই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। ধর্ষনকারীর কোন পরিচয় নেই। তাদের একমাত্র পরিচয় তারা অপরাধী, সমাজের জঘন্য কীট।
রবিবার (২৪ মার্চ) দুপুরে ময়মসনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে মহানগর মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিশু আছিয়ার ধর্ষনকারীদের ফাঁসির দাবিতে প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিক, সাধারন সম্পাদক ফারিয়া তাসনিম তিথি প্রমূখ।
প্রসঙ্গত, মাগুরার শিশু আছিয়া বোনের বাড়িতে বেড়াতে এসে শহরের নিজনান্দুয়ালী এলাকায় গত ৫ মার্চ বুধবার রাতে ধর্ষিত হয়। সে শ্রীপুর উপজেলার সব্দালপুর এলাকায় বাড়ির কাছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। রমজানের ছুটিতে শনিবার মায়ের সঙ্গে সে বোনের বাড়িতে বেড়াতে আসে।
The post ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে- মানবন্ধনে ওয়াহাব আকন্দ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.