
২০১৩ সাল থেকে যা ঘটে আসছে মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্যে, সেটাই হলো এবারও। হার দিয়ে আইপিএল শুরু। টানা ১৩তম মৌসুমে উদ্বোধনী ম্যাচে হারলো পাঁচবারের চ্যাম্পিয়নরা। তাদেরই মতো পাঁচটি ট্রফি জেতা চেন্নাই সুপার কিংস জিতেছে এই ম্যাচ।
রবিবার চেপুকে আগে ব্যাটিংয়ে নেমে নুর আহমেদের ঘূর্ণি জাদুতে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫৫ রান করে মুম্বাই। চেন্নাই ৫ বল ও চার উইকেট হাতে রেখে লক্ষ্য পূরণ করে।
চেপুকে এদিন… বিস্তারিত