রাজধানীর রামপুরার টিভি সেন্টারের পাশে সিএনজিচালিত অটোরিকশার একটি গ্যারেজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকের ওই আগুনে বেশকিছু অটোরিকশা পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সোমবার (২৪মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাতের খবর পেয়ে খিলগাঁও,বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিসের আসতে দেরি হওয়ায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাদের দেরির কারণে গ্যারেজের পাশে থাকা ফার্নিচারের একটি শোরুম ও একটি চায়ের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।
খুলনা গেজেট/এনএম
The post ভয়াবহ আগুনে পুড়ল গ্যারেজের অটোরিকশা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024