
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভার গাড়িচালককে রাস্তার ওপর টেনে-হিঁচড়ে মারধর করার অভিযোগে যুবদলের এক নেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবদল নেতা মো. ফোরকান তালুকদার (৫৩) ওই এলাকার মৃত সাহেব আলী তালুকদারের ছেলে। তিনি কলাপাড়া পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক জানান, বিকেলে ভিজিএফের চাল নিয়ে যাওয়ার সময় বস্তায় লেগে কারেন্টের তার ছিড়ে যায়। এজন্য যুবদল নেতা ফোরকান তালুকদার গাড়ি থামিয়ে চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। ঘটনাস্থলে উপস্থিত মানুষ অভিযুক্ত যুবদল নেতার অপরাধের সাক্ষ্য দিয়েছেন। এছাড়া অভিযুক্ত নিজেই তার দোষ স্বীকার করেছেন। তাই তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
The post কলাপাড়ায় পৌরসভার গাড়িচালককে মারধর, যুবদল নেতাকে কারাদণ্ড appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.