
ময়মনসিংহ সদরে আইনশৃঙ্খলা বিষয়ক একটি বিশেষ সভা সোমবার বেলা ২ টার দিকে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রবিত্র মাহে রমজান এবং ঈদ-উল-ফিতর কে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষত ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার জন্য মহাসড়ক যানজটমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভায় বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার-প্রসারমূলক কার্যক্রম চালানোর সিদ্ধান্তও নেয়া হয়। সকল দপ্তর এবং স্থানীয় জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে ঈদ উৎসবটি শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপন করা যায়। সভায় উপস্থিত কর্মকর্তাগণ এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
The post ময়মনসিংহ সদরে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.