
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে দুর্বৃত্তরা রাতে আধাঁরে সিঁদকেটে চুরির পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রবাসীর বসতঘর। এতে প্রবাসীর প্রায় ২০লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী। সংবাদ পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার সম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা গ্রামের ওমান প্রবাসী মোঃ ফয়সালের স্ত্রী জাহিদা বেগম একই ইউনিয়নে তার বাবার বাড়িতে বেড়াতে যায়। এ সুযোগে রবিবার দিবাগত রাত ২টার দিকে সিদকেটে ঘরে ডুকে স্বর্নের অলংকার, নগদ ৫০ হাজার টাকা ও ঘরের বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়। পরে অজ্ঞাতনামা চোরেরা প্রবাসীর বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় প্রবাসীর ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩টায় পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এছাড়া একই এলাকার মোফাজ্জলের গরু ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি গরুর শরীরে কিছু অংশ পড়ে যায়। ঘরে থাকা অন্য ১০টি গরু অক্ষত অবস্থায় সরিয়ে নিতে সক্ষম হন গরুর মালিকা। এঘটনায় মোফাজ্জল হোসেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবী জানান।
প্রবাসীর স্ত্রী জাহিদা বেগম জানান, দুর্বৃত্তের দেয়া আগুনে আমাদের ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তাদের আগুনে মালামালের সাথে গর্ভবর্তী একটি ছাগলও পুড়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
পার্শ্ববর্তী কারিমিয়া কেরাতুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আইয়ুব আলী বলেন, তারাবির নামায পড়ে ঘুমাইয়া পড়ি। হঠাৎ রাত ২টার দিকে আগুনের বিকট শব্দ শুনে উঠে দেখি ফয়সাল ভাই বসতঘরে পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
তজুমদ্দিন ফায়ার সার্ভিসের লিডার মোখলেছুর রহমান বলেন, রাতে সংবাদ পেয়ে রাস্তা খারাপ থাকায় আমরা ঘটনাস্থলে যেতে একটু সময় লাগে। পরে স্থানীয়দের সহায়তায় সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে একঘন্টা সময় লাগে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মহব্বত আলী খাঁন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ বলেন, আমি দাপ্তরিক কাজে ভোলায় রয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবার দরখাস্ত করলে সাধ্যমত সহযোগীতার চেষ্টা করবো।
The post তজুমদ্দিনে দুর্বৃত্তের দেয়া আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.