
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ূ পরিবর্তনের ঝুঁকি-হ্রাস কল্পের আওতায় সৌর শক্তি ভিত্তিক উদ্ভাবনী রান্নার ব্যবস্থার মাধ্যমে ৪০ শতাংশ খরচ কমানোর কার্যকরী একটি প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রকল্প অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
টিয়ারফান্ডের সহযোগিতায় ও ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন টিয়ারফান্ড’র পরিচালক মারুফ রুমি মমতাজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিয়ারফান্ড বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজমেন্ট সিনিয়র কনসালটেন্ট লরেন্স ফারিয়া।
কর্মশালায় বক্তারা বলেন, সৌর ভিত্তিক রান্নার চুলার ব্যবহার বৃদ্ধি পেলে কাঠ,ও গ্যাসের ব্যবহার কমবে। নবায়নযোগ্য জ্বালানী ব্যবহার বাড়লে উচ্চমাত্রার অভ্যন্তরী বায়ু দূষণ, বন উজাড়, গ্রীণ হাউজ গ্যাস নির্গমন এবং পরিবেশ অবক্ষয় কমে আসবে। এবং সাংসারিক কাঠ পোড়ানোর খরচ কমে আসবে। কর্মশালায় সরকারি বেসরকারি কর্মকর্তা, উন্নয়ন কর্মী, সাংবাদিক ও সৌর বিদ্যুৎতের চুলার ব্যবহারকারী প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপস্থিত ছিলেন।
The post কলাপাড়ায় সৌরশক্তি রান্নার চুলার ব্যবহারের প্রকল্প শুরু হয়েছে appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.