
যশোরের ঝিকরগাছায় নসিমন গাড়ি উল্টে চালক নিহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) দুপুরে ঝিকরগাছার কায়েমতলা বাজার থেকে চৌগাছায় যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নসিমন চালক মনা (২৭) ঝিকরগাছার মাগুরা ইউনিয়নের চান্দা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কায়েমতলা বাজারের ছুটিপুর রোড এলাকায় নসিমনটি পৌঁছানোর পর হঠাৎ করেই গাড়িটি উল্টে যায়। এসময় চালক ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা গেজেট/এএজে
The post যশোরে নসিমন উল্টে চালক নিহত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.