

নাজমুল হক মুন্না, উজিরপুর :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৯ টি উন্নয়ন প্রকল্প সহ উজিরপুর মডেল থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। ২৪ মার্চ সোমবার সকাল সাড়ে ৯ টায় তিনি উজিরপুর মডেল থানা পরিদর্শন করেন এবং সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ে একসাথে ৯ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। তিনি বলেন উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী হবে জনবান্ধব। সাধারণ মানুষ প্রশাসন ও পুলিশের কাছে তেমন কিছু চায় না, শুধুমাত্র ভালো ব্যবহার প্রত্যাশা করেন। উন্নয়ন প্রকল্পের বিষয় তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রত্যেকটি কাজ এমনভাবে করতে চাই যার কারনে ভবিষ্যতের জন্য প্রকল্পের কাজটি একটি মানদন্ড হিসেবে উদাহরণ হয়ে থাকে।

এ সময় তিনি উপজেলা প্রশাসন ভবনের সামনে উজিরপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ৯ টি প্রকল্প উদ্বোধন করেন। এ সময় কৃষকদের জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পাওয়ার স্প্রে মেশিন বিতরনের উদ্ভোধন করেন। এর পূর্বে তিনি মডেল থানা পরিদর্শন করেন। তখন তিনি থানা ভবনের বিভিন্ন সংস্কার বিষয়ে সরোজমিন পরিদর্শন করেন।পুলিশ প্রশাসনকে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি দুপুর বারোটায় পৌরসভা কর্তৃক নির্মাণাধীন হাসপাতালে সম্মুখে একটি রাস্তার কাজ পরিদর্শন করেন। এর পরে তিনি উপজেলার সাতলা ইউনিয়নের লাল শাপলার বিলের অবকাঠামো উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাইনুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কফিল বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার,সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম সহ বিভিন্ন পত্রপত্রিকা সাংবাদিকবৃন্দ। এ সময় জেলা প্রশাসক দেশের শান্তি শৃঙ্খলার বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
The post উজিরপুরে ৯ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও মডেল থানা পরিদর্শন করেন – জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.